শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:৫৫

“বাবার ক্যান্সার থেকে শিক্ষা—মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন প্ল্যাটফর্মের যাত্রা আছিফের”

0Shares

আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় উদ্বোধন হলো “বাগাতিপাড়া বাজার”—একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে দৈনন্দিন কেনাকাটার মধ্য দিয়েই নিশ্চিত হবে ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষা। ব্যবসার মুনাফা ব্যবহার করা হবে মানুষের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার জন্য। এই উদ্যোগের পেছনে রয়েছে একজন সন্তানের হৃদয়স্পর্শী গল্প। এই বাজার শুধু কেনাকাটার একটি জায়গা নয়—এটি একটি সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। উদ্যোক্তা আবিদুল হক আছিফ এর বাবা আনোয়ারুল হক টেনু হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও, কিছুদিন পর ধরা পড়ে—তিনি ক্যান্সারে আক্রান্ত। রোগ শোনার পর থেকে শুরু হয় এক নতুন যুদ্ধ। চিকিৎসা করাতে ঢাকার বড় হাসপাতালে যেতে হয়। চিকিৎসা ব্যয় সামলানো সহজ ছিল না। আসিফ দিনের পর দিন হাসপাতালের করিডোরে বসে দেখতেন—তার মতো আরও অনেকেই অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছে না। সেই অভিজ্ঞতা থেকেই তার এই উদ্যোগ—”বাগাতিপাড়া বাজার”। আছিফ বলেন, “আমি আমার বাবাকে হারিয়েছি, কিন্তু চাই না, আর কোনো সন্তান যেন অর্থের অভাবে তার প্রিয়জনকে হারায়। এই বাজার থেকে অর্জিত মুনাফার একটি অংশ আমরা মানুষের স্বাস্থ্যসেবার জন্য ব্যয় করবো। আমাদের লক্ষ্য—স্বাস্থ্যসেবা হবে সবার অধিকার, বিলাসিতা নয়।” এই উদ্যোগের মাধ্যমে ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন, আর সেই লাভের একটি অংশ চলে যাবে স্বাস্থ্যবীমা তহবিলে। যা জরুরি চিকিৎসা ব্যয়ে সহায়তা দেবে। এছাড়াও, নিয়মিত গ্রাহকরা পাবেন ফ্রি ফুল-বডি চেকআপ এর সুবিধা। স্থানীয় এক বাসিন্দা বলেন: “এমন একটি উদ্যোগ আমাদের জন্য সৌভাগ্য। এখন অন্তত জানি, অসুস্থ হলে পাশে দাঁড়ানোর কেউ আছে।” শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তারা এই উদ্যোগকে সময়োপযোগী এবং জনসেবার এক উজ্জ্বল উদাহরণ বলে প্রশংসা করেন। আছিফ আরো বলেন, “আমার বাবার স্মৃতি আমাকে শিখিয়েছে, শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও কিছু করতে হয়। আমি স্বপ্ন দেখি এমন একটি সমাজের, যেখানে কেউ টাকার জন্য চিকিৎসার অভাবে মারা যাবে না।” একজন সন্তানের বাবাকে হারানোর বেদনা থেকে শুরু হওয়া এই উদ্যোগ কি বদলে দেবে বহু মানুষের জীবন? সময় উত্তর দেবে

0Shares

শেয়ার করুন