
দেশব্যাপী সহিংসতা,নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। (আজ ১০ মার্চ) সোমবার সকালে লক্ষ্মীপুর-রামগতি আন্ধলিক সড়কের উপকূল কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে, যা নারীদের জন্য ভয়াবহ নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি করেছে।
মানবে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীন দেশে আমরা নিরাপদভাবে বাঁচতে চাই। ধর্ষণের জন্য আলাদা আইন করে দ্রুত বিচার কার্যকর করা হোক, সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক। দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে দিন দিন ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে। সরকারকে এখনই নারীদের নিরাপত্তা রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
হাজিরহাট উপকূল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মেহদী হাসান দাউদের সভাপতিত্বে ও সদস্য সচিব ওসমান গনির পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমলনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম. দিদার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসাইন ও সদস্য সচিব জাফর আহমদ ভূঁইয়া প্রমুখ নেতৃবৃন্দ।