শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৭

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়াম হলে আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত

46Shares

মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: ঢাকা আগারগাঁও, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়াম হলে আজ সকালে আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদা ইয়াসমিন জেসির সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামুল কবীর, প্রধান তথ্য অফিসার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.শোয়াইব জিবরান সাবেক পরার্মশক,ইউনিসেফ ও অধ্যাপক বাউবি। আরো উপস্থিত ছিলেন সৈয়দ ইসমাত তোহা কর্মাশিয়াল ভয়েস আর্টিস এবং কায়সার হামিদ পরামর্শক, ক্রীড়ালোক। আলোচক হিসেবে ছিলেন নাজমুল হুদা, যুগ্নু পরিচালক,বাংলাদেশ ব্যাংক,অর্পণ পাল সহকারী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শাহ্ আল মাসুদ রানা কান্টি ডিরেক্টর, আপাসান ইন্টারন্যাশনাল, ইউ.কে। আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদা ইয়াসমিন জেসি জানান দীর্ঘ১০ বছর ধরে অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এসময় প্রধান অতিথি নিজামুল কবীর জানান আর্ন এন্ড লিভ শিক্ষা, স্বাস্থ্য, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থানের তৈরীর জন্য নিরলসভাবে ভাবে এগিয়ে যাচ্ছে। আলোচনা সভা ও ট্রেনিং প্রশিক্ষণশেষে আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদা ইয়াসমিন জেসি পথ শিশু, অসহায় দুঃস্থ ও গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

46Shares

শেয়ার করুন