0Shares

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী শহর যুবদলের সদ্য বহিস্কৃত আহবায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নরসিংদী রেলওয়ে স্টেশন মসজিদ ও মার্কেট কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী ও জুয়েল মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউর রহমান সোহেল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর ধরে রেলওয়ে মসজিদ ও মার্কেটের আয় ব্যয়ের কোনো হিসাব মসজিদ কমিটিকে জানানো হয়নি। নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুছা ও শ্রমিক লীগ নেতা এসএম আনোয়ারের একক সিদ্ধান্তে পুরো মার্কেটের বেশীরভাগ দোকান বরাদ্ধ দিয়ে অনৈতিকভাবে আর্থিক সুবিধা নিয়েছেন। তারা সম্প্রতি সময়ে মসজিদের ২৩ বছরের খতিবকে বিনা নোটিশে চাকুরিচ্যুত করেছেন। রমজানে তারাবীহ পড়ানোর জন্য হাফেজ নিয়োগের বিষয়ে কমিটির কাউকে কিছুই জানানো হয়নি। এখনো স্বৈরাচারী কায়দায় তারা মসজিদ ও মার্কেট পরিচালনা করছে। এর প্রতিবাদ করার কারণেই স্বচ্ছ রাজনীতিবিদ মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে স্টেশন মাস্টার এটিএম মুছা ও শ্রমিক লীগ নেতা আনোয়ার।
0Shares