মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে আজ দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাএাপথে উওরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি আরো জানান শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে এই দেশের সবকিছু খেয়ে ফেলেছেন এ দেশের ব্যাংক খাইছেন বিমা খাইছেন শেয়ার বাজার খাইছেন এ দেশের সকল প্রতিষ্ঠান কে ধ্বংস করেছেন সবশেষ এই দেশের মানুষের অধিকার ভারতের কাছে বেচে দিয়েছিলেন। গত ১৭ টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। এই ভোটের জন্য পরিবর্তন হয়েছে।। ভোট দিতে পারতো যদি এদেশের মানুষ তাহলে আওয়ামী লীগ ক্ষমতা যেতে পারতো না। তাই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি।। ভোটের অধিকারের জন্য আমাদের কয়েকশ নেতাকর্মী শহীদ হয়েছে।। শত শত নেতাকর্মী পংগু হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে। ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা বাড়ীতে ঘুমাতে পারে নাই। দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সদস্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল। এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা, ওমর ফারুক, জেলা বিএনপির আহবায়ক মো: মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ন সম্পাদক আহবায়ক শফিকুল ইসলাম বাবু, হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।