
মিজানুর রহমান , কুড়িগ্রাম প্রতিনিধি: জাগো বাহে তিস্তা বাঁচাই – স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের পাঁকা রাস্তার মাথায় তিস্তার পাঁড়ে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, তিস্তার পানির নায্য হিস্যার দাবি আন্তর্জাতিক ভাবে ন্যায় নীতির । সকলের দাবি পানি বন্টনের ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। জলবায়ু পরিবর্তনের ফল আমাদের এখানে ইতিমধ্যে শুরু হয়েছে । জনগণ বাড়ি ঘর ফেলে চলে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনের ডাক দিয়েছে তা বাংলাদেশের হুদয় স্পর্শ করেছে। এর বহিপ্রকাশ এ আন্দোলনের মাধ্যমে ঘটেছে।এ আনদোলন অব্যবহত থাকবে। পানি যতদিন না আসবে এ আন্দোলন অব্যবহত থাকবে। বাংলাদেশ মানুষের জনসমর্থন ছাড়া সমাধান সম্ভব না।বিএনপি এটার সমাদান কল্পে এ আন্দোলন শুরু করেছে।
তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি আজ দ্বিতীয় দিনে সমাবেশ হচ্ছে দুপুরে। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা।আজ দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের পাঁকার রাস্তার মাথায় তিস্তা নদীর পাড়ে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান,সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু,হাসিবুর রহমান হাসিব,উলিপুর উপজেলা বিএনপির বুলবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।