
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকালে উপজেলার হাজীগঞ্জ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক কমিটি রামগতি উপজেলা রাইজিং এ সভার আয়োজন করেন।
অনুষ্ঠানে জুলাই আগস্টে সাহাদাত বরণকারী শহীদ সবুজের পিতা আবদুল মালেক ও শহীদ মো. শামীমের পিতা আবদুল হাই উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রামগতি উপজেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম রাজুর সঞ্চালনায় ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি আবু বকর ছিদ্দিক আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা.মিনহাজুল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্রগ্রাম পাহাড়তলী কলেজ সমন্বয়ক নাইমুল ইসলাম সৌরভ গাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. আরমান হোসেন ফরহাদ, রেদোয়ান হোসেন রিমন, সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান হোসেন রায়হান, জাতীয় নাগরিক কমিটি লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক আব্দুজ জাহের ভূঁইয়া আনাছ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জুলাই আগস্ট পরবর্তী ছয় মাসের মধ্যে যারা আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তারা জাতীর সাথে বেঈমানী করছেন। আমরা দেখছি ফ্যাসিবাদী রিজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে।
আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সাধনের জন্য বিপ্লব করতে হবে।
তারা আরো বলেন, আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য।
আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷