বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:৩১

প্রবাসী স্বামীর সাথে অভিমান করে ফাঁস নিলেন গৃহবধূ

44Shares


লক্ষ্মীপুরের

কমলনগরে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে রুনা আক্তার (২১) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার ৭ ( ফেব্রুয়ারী ) রাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত গৃহবধূর স্বামীর বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

রুনা আক্তার চরমার্টিন গ্রামের আবদুল গণির ছেলে ও ওমান প্রবাসী মো. শাকিবের স্ত্রী। একই গ্রামের আসাদ বেপারী বাড়ির মকবুল আহম্মেদের মেয়ে।
প্রবাসী শাকিবের সঙ্গে চার বছর আগে রুনার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর গত তিন বছর ধরে শাকিব ওমানে কর্মরত আছেন।

রুনা আক্তারের দেবর জহুরুল ইসলাম জানান, তার দুই ভাই প্রবাসে থাকে। স্ত্রীকে নিয়ে তিনিও থাকেন ঢাকায়। পরিবারে পুরুষদের কেউ বাড়িতে না থাকায় মা আর ভাবি রুনা এক সঙ্গে বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক আত্মীয় অসুস্থ হলে তার মা লক্ষ্মীপুরে চলে যান। রাতে ভাই শাকিবের সাথে মোবাইলে ভাবির কথা হয়। ধারণা করা হচ্ছে দু’জনার মধ্যে কোনো কারণ নিয়ে বাকবিতন্ডায় হয়। যে কারণে অভিমান করে ভাবি এমন কান্ড করেছেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, রাতে পাশের ঘরের রাফি (৯) ও সাইমুন (১১) নামে দুজন ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিল রুনা। বাচ্ছারা ঘুমিয়ে পরার কোনো এক ফাঁকে ফাঁস লাগায় রুনা। পরে সকালে ফ্যানের সাথে ঝুলে ঘাকতে দেখে চিৎকার করলে পাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

প্রতিবেশী মো. ইউসুফ আলী জানান, রুনা আক্তার খুবই ভদ্র ও নামাজী ছিল। কোনোদিন পারিবারিক কলহ বা ঝগড়াও শুনেননি। কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে কিছুই বুঝতে পারছেননা তারা।
গৃহবধূ রুনার ছোট ভাই শহিদুল ইসলাম বলেন, তার বোনের সঙ্গে শ্বশুর বাড়ির লোকজনের ভালো সম্পর্কই ছিল। কোনো ধরনের পারিবারিক কলহ ছিলোনা। স্বামীর সঙ্গে অভিমান করে বোন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা তাদের। যে কারণে কোনো আইনি পদক্ষেপ নেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে রুনা। গৃহবধুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

44Shares

শেয়ার করুন