শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:৩২

নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার অভিযান : ৯৬কেজি গাঁজা উদ্ধার 

2Shares

আসাদুজ্জামান বাদল (নরসিংদী) : নরসিংদীর শিবপুরে লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকার লটকন বাগান থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

 এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিবির ওসি এস এম কামরুজ্জামান। তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল গাফফারের নেতৃত্বে ডিবির একটি দল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে আটাশিয়া সৃষ্টিগড় গ্রামের মনির হোসেনের মালিকানাধীন লটকন বাগানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ছয়টি প্লাস্টিকের বড় বস্তায় ১৬ কেজি করে মোড়ানো মোট ৯৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টাসহ শিবপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

2Shares

শেয়ার করুন