বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:৩৫

বাপা ঈদগাঁও উপজেলা কমিটি গঠিত

6Shares

 

পরিবেশ রক্ষা আন্দোলনে দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে।
এতে কবি ও সংগঠক কাফি আনোয়ার সভাপতি, সেলিম উদ্দীন সাধারন সম্পাদক ও গিয়াস উদ্দিন রবিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

বৃহষ্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রাথমিক এই কমিটি ঘোষণা করেন বাপা কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বাপা সভাপতি এইচ.এম এরশাদ। তিনি ঈদগাঁওর পরিবেশ বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে ফুলেস্বরী নদী রক্ষায় দলমত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বাপা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবি জসিম উদ্দিন, সদস্য আমিন উল্লাহ ও শহর শাখার সহ সভাপতি আমান উল্লাহ।

পরিবেশ সাংবাদিক সেলিম উদ্দীনের পরিচালনায়
অন্যন্যদের মধ্যে বিশিষ্ট উদ্যোক্তা শাহিন জাহান চৌধুরী, শাহজাহান মনির, ক্রীড়া সংগঠক মামুন সিরাজুল মজিদ, এড. জুলকার নাইন জিল্লু,
বাপা ঈদগাঁও উপজেলা সাবেক সাধারন সম্পাদক হাসান তারেক, রাশেদুল আমির চৌধুরী ও আজিজুর রহমান রাজু বক্তব্য রাখেন।

শুরুতে স্বাগত বক্তব্যে ঈদগাঁওর সামগ্রিক পরিবেশ, নদী রক্ষা, নদীর প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় নানা দিক তুলে ধরেন কাফি আনোয়ার।

ঘোষিত কমিটিকে দ্রততম সময়ের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন জেলা কমিটির নেতৃবৃন্দ। নতুন কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও- এই শ্লোগানে পরিবেশের ক্ষতিকর দিকগুলি উল্লেখ করে যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও অসহায়দের পাশে থেকে জনমত গড়ে তুলে ঐক্যবদ্ধ ভাবে বাপা’র আন্দোলনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলার অঙ্গীকার ব্যক্ত করেন।

6Shares

শেয়ার করুন