কক্সবাজারের প্যারাবনে আবুল কালাম (৪০) নামে এক ইজিবাইকের চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টায় শহরতলীর খুরুশকুল ব্রিজ সংলগ্ন বাঁকখালী নদী তীরের প্যারাবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবুল কালাম সদরের খুরুশকুল ইউনিয়নের ফকির পাড়ার বাসিন্দা। তিনি কক্সবাজারে শহর-খুরুশকুল সড়কে ইজিবাইক চালাতেন বলে জানা গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইসমাঈল সোহেল জানান, সকালে হাঁটার জন্য বের হলে খুরুশকুল বেইলি ব্রিজের উত্তর পাশের সড়কের পশ্চিম পাশের প্যারাবনে লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন তারা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াস খান জানান, হত্যা সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি। আলামত সংগ্রহের জন্য সিআইডি পুলিশ ফোর্স ঘটনাস্থলে যাচ্ছে।