
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কঁচাকাটা থানার আওতাধীন ৩ টি ইউনিয়নের অসহায়, দুঃস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আজ বিকালে নাগেশ্বরী উপজেলা চত্বরে প্রশাসনের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, ভুমি সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত আ.ন.ম জাহিদুর রশিদ পলাশ। এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান চরাঞ্চলের অসহায় মানুষের সঠিক সময়ে চিকিৎসা সেবা প্রদানের জন্য এ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান বর্তমান আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আজকের এই অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়। নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ন.ম জাহিদুর রশিদ পলাশ জানান কঁচাকাটা, কেদার, বল্লভেরখাস ও নারায়ণপুর ইউনিয়নবাসী যথাসময়ে চিকিৎসা সেবা নিতে এ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন মানুষের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের এই মহৎ কাজকে সাধুবাদ জানাই।