রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:৩১

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল গ্রেপ্তার

7Shares

আবদুস সবুর খান টঙ্গী থেকে  (গাজীপুর) :: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেপ্তার করেছে । তাকে টঙ্গী পূর্ব থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার (১৭ জানুয়ারী) টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরার একটি আবাসিক ভবন থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। আব্দুল্লাহ আল মামুন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলাসহ ৩৫টি মামলা রয়েছে। ঢাকার উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামুন মন্ডলকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী হত্যা মামলা আছে।

7Shares

শেয়ার করুন