শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৪৯

কমলনগরে সেলুনে কাজ করা যুবকের প্রচেষ্টায় মসজিদঘর নির্মাণ

18Shares


লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউনিয়নে মো. আতরের জামান (২৫) নামে সেলুন দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করা এক যুবকের প্রচেষ্টায় একটি জামে মসজিদের ঘর প্রতিষ্ঠা করা হয়েছে। যুবকের এমন কর্মকাণ্ডে স্থানীয়রা সহ পুরো উপজেলায় ইতিবাচক বলাবলি হচ্ছে।

মসজিদটি উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর গ্রামে নির্মিত হওয়ায় ওই গ্রামের সাথে মিল রেখে ” মোহাম্মদপুর আতরের জামান জামে মসজিদ নামে নামকরণ করা হয়েছে।
এরআগে শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের  মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্ভোদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আকরাম হোসেন,কাদিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.মোহন হাওলাদার।
জানা যায়, চর কাদিরা ইউনিয়নের রব বাজাররের পাশে মোহাম্মদপুর নামে বড় একটি সমাজে অনেক ধর্মপ্রাণ মুসলমান বসবাস করছেন। কাছাকাছি কোন মসজিদ না থাকায় সেলুন ব্যবসায়ী আতরের জামান গেল বছরের নভেম্বর মাসে একটি মসজিদঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এরপর ওই সমাজের মোহাম্মদ উল্লাহ,নুরনবী মানিক ও আবদুল হাসিম এর সহযোগিতায় মাত্র ২ মাসেই জমি সহ মসজিদঘর নির্মাণ সম্পন্ন করে  উদ্বোধন করতে সক্ষম হন।

নিজ সমাজে একটি জামে মসজিদ প্রতিষ্ঠা করায় মোহাম্মদপুর সমাজের ধর্মপ্রাণ মুসলমানরা  উদ্যোক্তা আতরের জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী জুমার নামাজে আরো উপস্থিত ছিলেন,
নোয়াখালী বায়তুল আমান জামে মসজিদের খতিব
মো: নুরুল হক আজমেরি,ছকিনা মেমোরিয়াল নুরানি মাদ্রাসার মোহতামিম শামসুর রহমন ও মসজিদের সভাপতি মো: উল্লাহ প্রমুখ।

মসজিদের উদ্যোক্তা আতরের জামান বলেন, মোহাম্মদপুর গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের কথা চিন্তা করে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।সকলের সহযোগিতায় নির্মাণ করা সম্ভব হয়েছে। এই গ্রামকে আলোকিত করার জন্য মাদ্রাসাও নির্মান করা হবে। মসজিদ নির্মানে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

18Shares

শেয়ার করুন