
বাঁশখালী প্রেসক্লাবের (২০২৫-২০২৬) সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) বিকালে প্রেসক্লাব হলরুমে ১২ সদস্যের পুর্নাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ক্লাবের প্রবীণ সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীর সভাপতিত্বে ক্লাবের জরুরি সভায় সাবেক কমিটির দুই বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক চট্টগ্রাম মঞ্চ ও দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিনিধি শফকত হোসাইন চাটগামীকে পুনরায় সভাপতি এবং দৈনিক সমকাল ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি আবদুল মতলব কালুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়াও দৈনিক আমার দেশ প্রতিনিধি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীকে সিনিয়র সহ সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহকে সহ-সভাপতি, দৈনিক আমার সংবাদ ও সিপ্লাস টিভি প্রতিনিধি মো. জসীম উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজাদী ও চ্যানেল এস টিভি প্রতিনিধি মোহাম্মদ এরশাদকে দপ্তর সম্পাদক, দৈনিক সকালের সময় ও দৈনিক শাহ আমানত প্রতিনিধি মোহাম্মদ দিদার হোসাইনকে অর্থ সম্পাদক এবং দৈনিক সময়ের আলো ও একুশে পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস (দৈনিক ইত্তেফাক), গোলাম শরীফ টিটু (আজকের সুর্যোদয়), আবদুল জাব্বার চৌধুরী (দৈনিক সংগ্রাম/দৈনিক দিনকাল) ও সুধাম কান্তি তালুকদার (প্রিল্যান্স)।
প্রসঙ্গত, বাঁশখালী প্রেসক্লাবের নামে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ নিয়ে গোপনে আত্মসাৎ, সাবেক এমপি মোস্তাফিজের কাছ থেকে টিআর-কাবিখা বরাদ্দ নিয়ে আত্মসাৎ, ক্লাবের আসবাবপত্র বিক্রি করে আত্মসাৎ এবং সংগঠনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করে পাল্টা কমিটি ও সমিতি গঠন করে সদস্যদের মাঝে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সদস্য অনুপম কুমার দে অভি, কল্যাণ বড়ুয়া মুক্তা এবং আবু বক্কর বাবুলের বহিষ্কারাদেশ সভায় সকলের সম্মতিক্রমে চুড়ান্তভাবে গৃহিত হয়।
চট্টগ্রাম / বাঁশখালী/ প্রেসক্লাব/ কমিটি/ বহিস্কার/ সম্মতি