মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:৩০

ট্রাক্টর- ভ্যানগাড়ি মুখোমুখি সংঘর্ষ, মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের প্রাণহানি!

37Shares

লক্ষ্মীপুরের কমলনগরে লাকড়ীবাহী ট্রাক্টরটলির সাথে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ফুসকা বিক্রেতা ও ভ্যানগাড়ির চালক মো. মিরাজ হোসেন (১৮) নামে এক যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই  মারা গেছেন। ঘটনার পর ট্রাক্টরটলির চালক মো. কবির হোসেন পালিয়ে গেছেন। তবে গুরুতর আহত  ট্রাক্টরের হেলপারকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে । কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিক হোসেন লাশ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন।

সোমবার সকাল সাড়ে এগারোটায় লক্ষ্মীপুর -রামগতি আঞ্চলিক মহাসড়কের তোরাবগঞ্জ করইতলা মধ্যবর্তী কোম্পানির রাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত মিরাজ হোসেন উপজেলার চরফলকন ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এলাকার মো. আজাদ উদ্দিনের ছেলে। সে তার মামা কবির হোসেনের সাথে দুইবছর ধরে বিভিন্ন ওয়াজ মাহফিল এবং হাট-বাজারে ফুসকা বিক্রির কাজ করতেন। প্রতিদিনের মতো ঘটনার দিন (আজ) সকালে চরলরেন্স বাজার থেকে তোরাবগঞ্জ এলাকার একটি মাহফিলে ফুসকা বিক্রির উদ্যেশ্যে ভ্যানগাড়িতে মালামাল নিয়ে যাচ্চিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির লাকড়ীবাহী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিরাজের মাথা বিচ্ছিন্ন হয়ে মাথারখুলির মগজ সড়কে ছিটকে পড়ে। এতে তার প্রাণহানি ঘটে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছেন।  এ ঘটনায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম জানান,  সড়ক দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি। লাশ উদ্ধার পরবর্তী  বিস্তারিত বলতে পারবেন বলে জানান তিনি।

37Shares

শেয়ার করুন