
লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির উদ্যোগে কয়েকশ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের হাজী ফাজেল মিয়ারহাট এলাকায় লক্ষ্মীপুর (৪) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানের পক্ষে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা
বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম কাদের, তোরাবগঞ্জ ইউনিয়নবিএনপি’র সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুস শহিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাফর আহা্মদ ভুইয়া ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় শীত বস্ত্র (কম্বল) পেয়ে স্থানীয় রফিকুল ইসলাম বলেন, আমি বিএনপির সাবেক এমপি সহ সকলকে ধন্যবাদ জানাই। যাদের কারণে আমরা এলাকার সাধারণ মানুষ আজ নতুন কম্বল পেয়েছি, এতে কিছুটা হলেও আমাদের শীত নিবারণ হবে।