শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৬:১৪

কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক হিজল, সদস্য সচিব টুটুল

0Shares

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক হয়েছেন মোঃ হোসাইন আহমেদ হিজল এবং সদস্য সচিব মোঃ এমারুল হক টুটুল।আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার ৭ জানুয়ারি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহিনুর আল আমিন এবং সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ ইলিয়াস হোসাইন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ হোসাইন আহমেদ হিজল ও সদস্য সচিব মোঃ এমারুল হক টুটুলসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হলো।অনুমোদনের তারিখ হতে পরবর্তী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণ করতে হবে। নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ হোসাইন আহমেদ হিজল ও সদস্য সচিব মোঃ এমারুল হক টুটুল জানান,বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ কমিটি সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করবে।এই কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে সকল শিক্ষকের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হবেন বলে জানান তারা।

0Shares

শেয়ার করুন