শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:২১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0Shares

ষ্টাফ রিপোর্টার : নরসিংদীর মাধবদী বাজারের মেসার্স আনন্দ ইয়ার্ণ ট্রেডিংয়ের সিইও সাম্প্রতিক একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে মর্মে  এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তার  প্রতিবাদলিপি নিম্নরূপ-

আমি চিত্তরঞ্জন পাল, পিতাঃ মৃত—রবীন্দ্র কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ), বর্তমানে আমি মেসার্স আনন্দ ইয়ার্ণ ট্রেডিং, মাধবদী বাজার, জেলাঃ নরসিংদী এর প্রতিষ্ঠানে সিইও হিসেবে কর্মরত আছি। গত ২৭ ডিসেম্বর ২০২৪ইং শুক্রবার “দৈনিক গুপ্তচর” পত্রিকার প্রথম পৃষ্ঠায় “মাধবদীতে আওয়ামী ছত্র ছায়ায় চোরাই সুতার ব্যবসা করে জিরো থেকে কোটিপতি বিনয় দেবনাথ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদটির ভিতরের অংশে যে কয়টি বিষয় তুলে ধরা হয়, তাহা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত সত্য হল, মেসার্স আনন্দ ইয়ার্ণ ট্রেডিং এর সত্বাধিকারী বিনয় দেবনাথ ১৯৮৮ইং সাল থেকে মেসার্স হক ট্রেডার্স প্রতিষ্ঠানে বিশ্বস্ততার সহিত প্রধান ম্যানেজারের দায়িত্ব পালন কালীন ১৯৯২ইং সাল থেকে যৌথ (পার্টনার) ব্যবসা শুরু করেন এবং ২০১১ সাল থেকে যৌথ (পার্টনার) ব্যবসা আলাদা হয়ে মেসার্স আনন্দ ইয়ার্ণ ট্রেডিং নামে প্রতিষ্ঠানের মাধ্যমে দিন—রাত কঠোর পরিশ্রম করে সততা ও সুনামের সহিত ব্যবসা করে আসছেন। মেসার্স আনন্দ ইয়ার্ণ ট্রেডিং ব্যবসার শুরু থেকে স্বনামধন্য অনেকগুলী দেশীয় স্পিনিং মিলের সুতা ক্রয় করে বিভিন্ন ক্রেতার নিকট বিক্রি করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানে কোন ধরণের বিদেশী সুতা আমদানি করেও বিক্রি করে না। এমনকি, বন্ডের সুতা ক্রয়—বিক্রয়ের কারনে, যারা দেশীয় স্পিনিং মিল কোম্পানীর সুতা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বন্ডের সুতা ক্রয়—বিক্রয়ের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন বিনয় দেবনাথ। এছাড়াও তিনি ছাত্র জীবন থেকে শুরু করে অদ্য পর্যন্ত কোন রাজনীতি বা দলীয় রাজনীতির লেজুরবৃত্তি ছিলেন না, তিনি একজন সৎ ও নিষ্ঠাবান সাধারণ ব্যবসায়ী, একজন ব্যবসায়ীই তাঁর একমাত্র পরিচয়। অতএব এটি দিবালোকের মত পরিস্কার আমার প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সত্বাধিকারী বিনয় দেবনাথের ব্যবসায়ী, সামাজিক ও ব্যক্তিগত সুনাম নষ্ট করতে কোনো প্ররোচনায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত মিথ্যা, বানোয়াট এবং হয়রানীমূলক সংবাদ পরিবেশন করায় তার প্রতিবাদ ছাপানোর জন্য আমি গত ২৯—১২—২০২৪ইং তারিখ বরাবর, সম্পাদক ও প্রকাশক — দৈনিক গুপ্তচর, কার্যালয় উপজেলা মোড়, নরসিংদী ঠিকানায় মাধবদী থেকে ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করি। যাহা সূত্র বুকিং তারিখ ৩০—১২—২০২৪ইং রেজিঃ আইটেম আই জি নং উখ ৬২৮৫০৬৫১৩ ইউ এবং পাশাপাশি মেইল ঠিকানা [email protected] মোবাইল নং ০১৯০৬—০৬০০৫৭ এ প্রেরণ করা হয়। দুঃখজনক উক্ত প্রতিবাদ লিপি না ছাপিয়ে তারা গত ০৪—০১—২০২৫ইং তারিখে আবারও মিথ্যা সংবাদ প্রচার করে। আমি প্রকাশিত এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক — চিত্ত রঞ্জন পাল সিইও

 আনন্দ ইয়ার্ণ ট্রেডিং মাধবদী, নরসিংদী।

0Shares

শেয়ার করুন