বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:০৯

কমলনগরের সাহেবেরহাট ইউপি’র অতিরিক্ত দায়িত্বে সাইফুল

76Shares


লক্ষ্মীপুরের কমলনগরের সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মো: সাইফুল ইসলাম। ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা অবসরে যাওয়ার প্রেক্ষিতে এই দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

সাইফুল বর্তমানে একই উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিভাগীয় আদেশ পরবর্তী সাহেবেরহাট ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে বাড়তি দায়িত্বপালন করবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় সরকার লক্ষ্মীপুর জেলার উপপরিচালক মো. জসিম উদ্দিনের সাক্ষরিত একটি চিঠি অনুমোদন হয়।
তবে রবিবার স্থানীয় সরকার বিভাগ  লক্ষ্মীপুর) এ সক্রান্ত একটি আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, কমলনগরের সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাধন চন্দ্র দাস এর গত বছরের ৩০ ডিসেম্বর অবসর উত্তর ছুটি মঞ্জুর করা হয়। সে প্রেক্ষিতে মো. সাইফুল ইসলামকে সাহেবেরহাট ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ প্রদান করা হলো।
নতুন দায়িত্ব পেয়ে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য: সাইফুল ইসলাম দীর্ঘদিন থেকে সুনাম ও দক্ষতার সাথে চর লরেন্স ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এখন থেকে তিনি সাহেবেরহাট ইউনিয়নেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

এম/এস/কে

76Shares

শেয়ার করুন