শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:২৯

মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণের ঘটনায় ২ আসামি রিমান্ডে

আরও পড়ুন

33Shares

লক্ষ্মীপুরের কমলনগরে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

এর আগে বৃহস্পতিবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামিরদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ শনিবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

রিমান্ডে নেওয়া ওই দুই আসামি হচ্ছে-পশ্চিম চরকলাকোপা এলাকার মো. শাহাজানের ছেলে মো. রনি (২১) ও চরকাদিরা এলাকার মো. ইব্রাহীমের ছেলে মো. আশ্রাফ (১৯)।

বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, তরুণীকে ধর্ষণের ঘটনায় তার বাবার বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি রনিসহ দুইজনকে গ্রেপ্তার করে। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি বলেন, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই আসামিকে শনিবার থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। মামলার অপর আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যহাত রয়েছে।

উল্লেখ্য, রিকশাচালক বাবা ফেনীতে অবস্থান করায় বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে গত ৯ ডিসেম্বর গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকার এক তরুণীর বসতঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে মাকে হাত ও মুখ বেঁধে রেখে তরুণীটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে তাদের (মা-মেয়ে) সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যুবকরা পালিয়ে যায়।

33Shares

শেয়ার করুন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরো