রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১২:১২

রামগতিতে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

2Shares

 

লক্ষ্মীপুরের রামগতিতে ওয়াসিম চৌধুরী নামে এক কৃষকের সাত একর জমির আনুমানিক ৮০ মণ পাকা ধান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ওয়াসিম চৌধুরী ওই গ্রামের মৃত হুমায়ুন কবির চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক ওশাসিম তার সাত একর জমির উৎপাদিত পাকা ধান মাড়াইয়ের জন্য কেটে জমিতেই স্তূপ করে রেখেছিলেন। শনিবার রাত আনুমানিক একটার দিকে প্রতিবেশীরা ওই ধানে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরইমধ্যে সবগুলো ধান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক ওয়াসিম চৌধুরী বলেন, জমিগুলো আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি সিএসপি আব্দুর রব চৌধুরীর। তিনি মারা যাওয়ার পর তার লন্ডন প্রবাসী মেয়ে সালমা চৌধুরী মালিক হন। আমি বর্গা চাষী হিসেবে জমিগুলো চাষ করে আসছি। গত কয়েকদিন ধরে ধান কেটে ক্ষেতেই স্তূপ করে রেখেছিলাম। ধান বাড়িতে নেওয়ার আগেই কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে । দুর্বৃত্তরা কি কারণে আমার এমন ক্ষতি করেছে সেটি বলতে পারছি না বলে দু:খ প্রকাশ করেন তিনি।

রামগতি থানার (ওসি) মো. কবির হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

2Shares

শেয়ার করুন