6Shares


মৃত্যু বার্ষিকী…
দৈনিক ‘জনকণ্ঠ’র নিজস্ব সংবাদদাতা রিয়াজ মাহমুদ বিনুর মা বিবি খতেজার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বাদ’আসর মরহুমার পঞ্চম মৃতবার্ষিকী উপলক্ষে তার রামগতিস্থ নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃত্যুর আগে মরহুমা বিবি খতেজা সমাজসেবায় তার বিশেষ অবদান রেখে যান। এলাকার প্রিয়ভাজন এ নারীর মৃত্যু বার্ষিকীর দোয়ার আয়োজনে স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় মরহুমার রেখে যাওয়া সন্তান ও জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক রিয়াজ মাহমুদ বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
6Shares