শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:৩৭

রামগতিতে তৃণমূল নারীদের শক্তিশালী করতে, বিএনপির উঠান বৈঠক

0Shares

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির তৃণমূল নারী সমর্থকদের দলীয়ভাবে আরো শক্তিশালী করতে উঠান বৈঠক করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরসীতা ২ নম্বর ওয়ার্ড এলাকায় এসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-ম্পাদক, লক্ষ্মীপুর- ৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের এ ধারা অব্যাহত থাকাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি পৌরবিএনপির সভাপতি ও সাবেক মেয়র শাহেদ আলী পটু, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিয়া মো. ইউছুফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক এহতেশামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শিবলী নোমান।অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা আরও উপস্থিত ছিলেন।

0Shares

শেয়ার করুন