রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৮

কমলনগরে স্বামী প্রানে বাঁচলেও না ফেরার দেশে স্ত্রী 

2Shares

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চার্জে লাগানো ইজিবাইকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করছিলেন স্ত্রী।  এসময় স্বামী তাকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও জড়িয়ে পড়েন বৈদ্যুতিক তারে। পরে লোকজন চেষ্টা করে স্বামী মফিজকে প্রানে বাঁচাতে পারলেও ঘটনাস্থলেই মারা যান স্ত্রী।

এদিকে গুরুতর আহত স্বামী মফিজ উল্লাহকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার সকালে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সরকারি দিঘিরপাড় মফিজ উল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আসমা বেগম (২৮) ওই এলাকার মফিজ উল্লাহর স্ত্রী। মফিজ ইসলামি আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ‘ইসলামি শ্রমিক আন্দোলনের কমলনগর শাখার দপ্তর সম্পাদক।  পেশায়  একজন রিকশাচালক। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত গৃহবধূর বাবা নজির আহমদ ও স্থানীয়রা জানান,  মফিজ উল্লাহ রাতে প্রতিদিনের মতো বসতঘরের বৈদ্যুতিক মিটার থেকে সংযোগ নিয়ে অটোরিকশার ব্যাটারী চার্জ করে ঘুমিয়ে পড়েন। সকাল আনুমানিক ৯ টার দিকে স্ত্রী আসমা বেগম সংযোগটি খুলতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।  এসময় স্বামী মফিজ দৌড়ে স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও তারের সাথে জড়িয়ে পড়েন।  পরে প্রতিবেশী লোকজন ছুটে এসে মফিজকে উদ্ধার করতে পারলেও আসমা বেগম ঘটনাস্থলেই  মারা যান। লোকজন আহত  মফিজ উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের  বিভিন্ন অংশে পুড়ে গেছে।

নিহত আসমা বেগম ও মফিজ উল্লাহ দম্পত্তির ঘরে ৬ ও ৮ বছরের দুই ছেলে ও ১১ বছরের এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম জানান, অটোরিকশার চার্জ করতে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে এক গৃহবধূর মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি।  তবে নিহত গৃহবধূর পরিবারের কারও প্রতি সন্দেহ ও অভিযোগ না থাকা এবং স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি

2Shares

শেয়ার করুন