
লক্ষ্মীপুরের কমলনগরে( ১৬ ডিসেম্বর) বিজয় দিবস পালিত হয়েছে। এটি বাঙালি জাতির জন্য এক আত্মগৌরবের অধ্যায়। সোমবার ভোরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস, থানা পুলিশ উপজেলা বিএনপি, কমলনগর প্রেসক্লাব, জেএসডি, বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এর আগে, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এদিলে ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদারমুক্ত বাংলাদেশ রাষ্ট্রের।
৩০ লাখ শহীদের জীবন আর দুই লাখ মা-বোনের ত্যাগ এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।