
মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইকরামুল খান ও মহাসচিব আবুল কালাম আজাদ পৃথক বাণী দিয়েছেন।
জাগ্রত পার্টির চেয়ারম্যান ইকরামুল খান তার বাণীতে বলেন, ‘বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অর্থবহ করতে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা জরুরি। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি।’
তিনি আরও বলেন, ‘বিজয় দিবস কেবল আমাদের স্বাধীনতার দিন নয়, এটি আমাদের স্বকীয়তা ও জাতীয় পরিচয়ের দিন। গণতন্ত্রের বিকাশ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এবং তথ্যপ্রযুক্তি খাতে বর্তমান সরকারের যুগোপযোগী উদ্যোগ প্রশংসার দাবিদার।’ ইকরামুল খান বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভূমিকা আরও দৃঢ় করার আহ্বান জানান।
মহাসচিব আবুল কালাম আজাদ তার বাণীতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভদ্ধ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ত্রিশ লাখ শহিদ ও দুই লাখ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাদের আত্মত্যাগ আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।’
তিনি দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার ও প্রত্যয় ব্যক্ত করেন।