বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১২:৫৬

জনমত তৈরীতে বিএনপি নেতা নিজানের ১৬২ উঠান বৈঠক

26Shares

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে ‘নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর)  বিকালে উপজেলা ৩নং চর লরেন্স ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার  ড়া. মামুনুর রশিদ এর  বাড়ীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।  বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম.দিদার হোসেন, সহসভাপতি গোলাম কাদের, চরলরেন্স ইউনিয়ন বিএনপির সভাপতি শিব্বির আহমেদ, সাধারণ সম্পাদক নুরে আলম মোর্শেদ প্রমুখ।


জানাযায়, নির্বাচন কমিশনের (ইসি) ‘ঘোষণা অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -৪ (রামগতি -কমলনগর) আসন থেকে  বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী আশরাফ উদ্দিন নিজান। যে কারণে দলীয় কর্মসূচির ৩১ দফা বাস্তবায়নে আটঘাট বেঁধে মাঠে নেমেছে দলের নেতাকর্মীরা। পাশাপাশি দলটির তৃণমূল নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ, কৃষক, দিনমজুর, পেশাজীবীকে এক সুতোয় গাঁথার পরিকল্পনাও হাতে  নেওয়া হয়েছে। এরইমধ্যে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে ১৬২টি উঠান বৈঠক সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা বিএনপি। এ পর্যন্ত ১২২টি উঠান বৈঠকও সফলভাবে সম্পন্ন করেছে দলটি।


বিএনপির মনোনয়ন প্রত্যাশী  এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনে ইতোমধ্যে ১২২টি উঠান বৈঠকও সম্পন্ন করেছি। তারেক রহমানের নির্দেশনায় এরই মধ্যে উপজেলা, জেলা পর্যায়ের নেতারা কার্যক্রম শুরু করেছেন। কর্মসূচি সফল করতে উঠান বৈঠক, হাট-বাজারে পথসভা, প্রচারপত্র বিতরণ, প্রচার মিছিলসহ নেতাকর্মী প্রস্তুতি বৈঠক করছেন। জনগণকে উদ্বুদ্ধ করছেন।

26Shares

শেয়ার করুন