সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৪

মানিকগঞ্জে স্ত্রীকে পেটানোর দায়ে নেশাগ্রস্থ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

0Shares

মিজানুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নেশার টাকার জন্য স্ত্রীকে পেটানোর দায়ে সম্প্রতি থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দ্বিতীয় স্ত্রী আনোয়ারা (৪১)। অভিযুক্ত স্বামী সিংগাইর উপজেলার মধ্যধল্লা গ্রামের মৃত হাজী বিল্লাল হোসেনের ছেলে আব্দুল আলিম (৪৬)। জানা গেছে, প্রায় ৩ বছর আগে পূর্বের স্ত্রী থাকা সত্বেয় শুধুমাত্র টাকার লোভে দ্বিতীয় স্ত্রী সাভারের ফুলবাড়িয়া এলাকার আনোয়ারাকে ফুসলিয়ে বিয়ে করেন আব্দুল আলিম। আনোয়ারা দুই ছেলে-মেয়ে রেখে আগের স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। ধল্লা এলাকায় জমি কিনে দেয়ার কথা বলে ভেজাল জমি কিনে দিয়ে প্রায় ১০ লাখ টাকা লোকসান করে। সে জমি এখনও অন্যের দখলে। এমনটাই অভিযোগ করে বলেন আনোয়ারা। তিনি আরও বলেন, বিয়ের পর তার টাকার অভাব পূরণে নার্সিংয়ের চাকুরী করে তিন বছরে প্রায় ১৫-২০ লাখ টাকা দিয়েছি। তাছাড়া বিয়ের সময় ব্যবসার জন্য নগদ ২/৩ লাখ টাকা দিয়েছি। পরে যখন বুঝতে পারি সে টাকা পেয়ে ইয়াবা নেশার ব্যবসা করে অনেক বারণ করেও তাকে ফেরাতে পারিনি। উল্টো কপালে জুটেছে ব্যাপক মারপিট। আনোয়ারা বলেন, নেশার ব্যবসার সাথে আলীমের পূরো পরিবার জড়িত। সবাই মিলে আমাকে অনেক মারধর করেছে। আমি এর বিচার চাই। আমার সব টাকা পয়সা নিয়ে আলিম তার প্রথম স্ত্রীর সংসারে খরচ করেছে। আমাকে তারা মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি আইনের সহযোগিতা চাই। এদিকে সরেজমিনে জানা গেছে, আলিম দীর্ঘদিন যাবৎ নেশার ব্যবসার সাথে জড়িত। স্থানীয় নূর ইসলাম, শাকিল, ইকবাল, সানজিদুলসহ অনেকেই বলেন, আলিম ইয়াবা খায় ও বিক্রি করে আসছে অনেকদিন যাবৎ। আমরা সামাজিকভাবে চাপ সৃষ্টি করে বিচারের আওতায় এনেছে বহুবার। তাতেও সে রাস্তা বদল করেনি। তার জন্য পূরো এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে। আলীমের সাথে তার স্ত্রী পলি বেগম (৪০) এ ব্যবসার কাজে সহযোগিতা করে আসছে। আমরা প্রশাসনের কাছে তাদের বিচার দাবি করছি। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জেওএম তৌফিক আজম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0Shares

শেয়ার করুন