সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৪

ইসলামপুরে দুর্যোগ ও প্রস্তুতি দিবস পালিত হয়েছে

0Shares

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর দুর্যোগ ও প্রস্ততি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার(১৩অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় দুর্যোগ মুহূর্তে কিভাবে প্রাণ রক্ষা করা যায় সে সম্পর্কে শিক্ষার্থীসহ জনগনকে ধারনা প্রদান করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ-শেফার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান,সহকারী কমিশনার ভূমি রেজোয়ান ইফতেকার, বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম,উপ সহকারী প্রকৌশলী আবু তাহের মোল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

0Shares

শেয়ার করুন