
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে পৌর শহরে পাথরঘাটার ব্রহ্মপুত্রের শাখা নদীটি হঠাৎ করে তীব্র ভাঙ্গন দেখে দিয়েছে। এতে আতংকে রয়েছে এলাকাবাসী। শনিবার (৪সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,পাথরঘাটা ব্রীজ থেকে সিরাজাবাদ ব্রীজ পর্যন্ত এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন কবলিত স্থানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদী ভাংগন রোধে নিজস্ব অর্থায়নে বাঁশ ও বালু ভর্তি কিছু বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে। আরোও দেখা যায়, নদীর দুই পাড় ভাংগনের ফলে, কৃষকদের রোপনকৃত আমন ধান ক্ষেত ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে যাচ্ছে । তীব্র ভাঙ্গনের ফলে পানির নিচে তাদের ফসলি জমি তলিয়ে যাচ্ছে এতে কৃষকের ফসল উৎপাদন একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দা সাংবাদিক হোসেন শাহ্ ফকির বলেন, ছোট বেলায় আমরা দেখিছি ব্রহ্মপুত্র নদীর পানি যমুনা নদীতে গিয়েছে। এখন দেখি তার উল্টো চিত্র যমুনার পানি ব্রহ্মপুত্রের দিকে ধেয়ে আসছে। পাথর ঘাটা এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদী এখানে হঠাৎ করে তীব্র ভাঙ্গন দেখা দেওয়ায় নদী পাড়ে বসবাসরত এলাকাবাসীর মাঝে দুশ্চিন্তা ও আতংক বিরাজ করছে। এভাবে নদীর পাড় ভাঙ্গতে থাকলে ভয়াবহরোপ ধারণ করবে। মৌজাজাল্লা গ্রামের জহুরুল শাহ ফকির,শহিদ আলী শাহ ফকির ও নজরুল আকন্দ বলেন, হঠাৎ করে পাথরঘাটা ব্রীজ থেকে সিরাজাবাদ ব্রীজ পর্যন্ত নদীর দুই পাড় প্রচন্ডভাবে ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা নদী পাড়ের পাশে বসবাস করায় এ ভাঙ্গন দেখে খু্বই আতংকের মধ্যে রয়েছি। নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আমাদের ভিটামাটি নদীগর্ভে চলে যাবে। তাই প্রশাসনের কাছে এ ভাঙ্গন রোধে সদয় হস্তক্ষেপ কামনা করছি। এলাকাবাসীর অতি দ্রুত ভাঙ্গনরোধকল্পে প্রশাসনের প্রতি সদয় হস্তক্ষেপ কামনা করেন।