মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:৪৭

নরসিংদীতে অভিনব কায়দায় পিকআপের বিশেষ চেম্বারে ৪৫ কেজি গাঁজা উদ্ধার

27Shares

আসাদুজ্জামান বাদল নরসিংদী: নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিমের অভিযানে অভিনব কায়দায় তৈরি বিশেষ চেম্বার থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে শিবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াদিয়া খলাপাড়া সিএনবি ব্রীজের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। ডিবির এসআই মোবারক ও এসআই জামিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হলে গাড়ির ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আল মামুন (৩৮) নামের এক মাদক পরিবহনকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বটতলা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা। নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। জনগণ আস্থা রাখুন, আমরা পাশে আছি।”

27Shares

শেয়ার করুন