শনিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৪৮

আই এফ আই সি ব্যাংক পি এল সি, নরসিংদী শাখার আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তরুন এবং তরুনীদের আর্থিক স্বাক্ষরতা প্রদান

0Shares

আসাদুজ্জামান বাদল:  আইএফ আই সি ব্যাংক পি এল সি, নরসিংদী শাখা গত ১১ সেপ্টেম্বর সাটিরপাড়া কালিকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব- ২০২৫ উপলক্ষে তরুন এবং তরুনীদের আর্থিক স্বাক্ষরতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। আই এফ আই সি ব্যাংক পি এল সি, নরসিংদী শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ শাহজাহান শেখ এর উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আবু তালেব, প্রিন্সিপাল, সাটিরপাড়া কালিকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজ । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ ইলিয়াস ভূইয়া, সভাপতি, গভনিং বডি, সাটিরপাড়া কালিকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজ । বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মো: নজরুল ইসলাম রিমন, সদস্য, গভনিং বডি, সাটিরপাড়া কালিকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজএবং জনাব দেব প্রসাদ সাহা,সহকারী প্রধান শিক্ষক, সাটিরপাড়া কালিকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজ । উল্লেখ্য যে, দেশের তরুন সমাজের আর্থিক স্বাক্ষরতা নিশ্চিত করনে আই এফ আই সি ব্যাংক পি এল সি সারা বছর বিভিন্ন ধরনের কাজ পরিচালনা করে আসছে।

0Shares

শেয়ার করুন