শনিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৫০

ফুলেল শুভেচ্ছায় সৌহার্দ্যের বার্তা দিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরাম হাসান মিন্টু মোল্লা

0Shares

আলম খান :শিবপুরের আকাশে যেন আজ অন্য রঙের আলো ঝলমল করছে। চারপাশে মিশে আছে সৌহার্দ্য, সম্প্রীতি আর ভালোবাসার অনাবিল বার্তা। ফুলের সুবাসে ভরে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণ, আর সেই সুবাস ছড়িয়ে দিল একতার গল্প। শিবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হলো জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকরাম হাসান মিন্টু মোল্লা কে। যেন ফুলের মাধ্যমে বলা হলো— “সম্মান ও বন্ধুত্বের সেতু চিরকাল অটুট থাকুক।” এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মন, যুগ্ম আহবায়ক চিত্তরঞ্জন রায়, বিকাশ মন্ডল, সঞ্জয় চন্দ্র বর্মন, হারাধন ভৌমিক, উজ্জ্বল চন্দ্র বর্মন ও চয়ন চন্দ্র বর্মন। সদস্য হিসেবে ছিলেন রঞ্জন বর্মন। এছাড়াও অনুষ্ঠানে সৌন্দর্য যোগ করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমারসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। ফুলেল শুভেচ্ছার সেই মুহূর্ত শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এ যেন হৃদয়ের ভাষা, সম্প্রীতির কবিতা। শিবপুরের ইতিহাসে এটি হয়ে থাকবে মিলনমেলার এক উজ্জ্বল নিদর্শন।

0Shares

শেয়ার করুন