
এফ আই রানা লালমনিরহাট জেলা প্রতিনিধি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন জগতবেড় ইউনিয়নের ভেরভেরিরহাটে “জগতবেড় দাখিল মাদরাসার” ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আজ সোমবার (১৮ আগষ্ট) সকালে জগতবের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মোখলেছার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ পাটগ্রাম উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সূধী জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সাবেক আমীর ও পাটগ্রাম এ.পি.সিনিয়র( ফাজিল) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কাজী আবুল কালাম আজাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান,জামায়াত নেতা কাজী একরামুল হক,বুড়িমারী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, (সদ্য অনুমতি প্রাপ্ত)বাউরা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম ফজলুল হক প্রমুখ।