শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:৪৩

রূপগঞ্জে বিএনপির উঠান বৈঠক ও দলীয় নবায়ন ফরম বিতরণ: মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেনের নেতৃত্বে কর্মীসভা 

0Shares

মোঃ শরীফ ভূইয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক প্রাণবন্ত উঠান বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বৈঠকে দলীয় নেতা-কর্মীদের মাঝে নবায়ন ফরম বিতরণ করা হয়। শনিবার (১৬ আগষ্ট) রূপগঞ্জ সদর ইউনিয়নের পরশি হারার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ দুলাল হোসেন এ কর্মসূচির নেতৃত্ব দেন। উঠান বৈঠকে তিনি বলেন, “এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। নবায়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।” এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, মোহাম্মদ দুলাল হোসেন একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মী। তিনি অতীতে ছাত্র ও যুব রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ভবিষ্যতেও দলের জন্য নিবেদিত থাকবেন। এ ধরনের উঠান বৈঠক ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপির তৃণমূল আরও চাঙা হচ্ছে বলে মত দেন অনেকেই।

0Shares

শেয়ার করুন