শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:৪৫

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দু’জনের পর না ফেরার দেশে দগ্ধ আরেক জেলে

0Shares

লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় এখন পর্যম্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নৌকার মালিক মিরাজ উদ্দিন কবি বেপারী।

এরআগে রবিবার  (১০ আগষ্ট)  ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আমজাদ (৪২) নামের এক জেলে।
এরপর মঙ্গলবার  (১২ আগস্ট) ভোরে ৫ টার দিকে ফরুক (৩৯) নামের আরেকজন মারা যায়। এরপর আজ    (১৪ আগষ্ট) বৃহস্পতিবার সকালে ছয়টার দিকে
চিকিৎসাধীন গণি গাঁ (৪৫) আইসিইউতে মৃত্যুবরণ করেন। এ নিয়ে তিনজন দগ্ধ জেলে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন।  তাদের সবার বাড়ী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে।

উল্লেখ : গত (৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার  বয়ারচর ব্রীজঘাট এলাকায় নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪ জন জেলে অগ্নিদগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে সেখান থেকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৯ টার দিকে আমজাদ হোসেন (৪২) এবং মঙ্গলবার ভোর পাঁচটায় ফারুক হোসেন মারা যায়। আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় খনি খাঁ মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, দগ্ধ ৪ জেলের মধ্যে আমজাদ ও ফারক ও গণি খাঁ নামের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।

0Shares

শেয়ার করুন