
আলম খান : আধ্যাত্মিকতা, নৈতিকতা ও সমাজ সচেতনতার ছোঁয়ায় নরসিংদীর মাটি যেন আরও উর্বর হয়ে উঠেছে জাকের পার্টি ছাত্রফ্রন্টের কর্মপ্রচেষ্টায়। গতকাল এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো জাকের পার্টি ছাত্রফ্রন্ট নরসিংদী জেলা শাখা-১ এর বিশেষ সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট নরসিংদী জেলা শাখা-১ এর সম্মানিত সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী। তাঁর প্রাণবন্ত বক্তৃতা উপস্থিত সবার মাঝে নবজাগরণের বার্তা ছড়িয়ে দেয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়া। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ছাত্রফ্রন্ট নরসিংদী জেলা শাখা-১ এর সাধারণ সম্পাদক সাকিব মৃধা সাংগঠনিক সম্পাদক রোকন মৃধা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোতালেব মিয়া এই আয়োজনে মাছিমপুর ইউনিয়ন ও দুলালপুর ইউনিয়নের নেতৃবৃন্দের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দেশপ্রেম, তরীকার আদর্শ এবং যুব সমাজের নৈতিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। এই আয়োজন ছিল কেবল একটি বৈঠক নয়, বরং সত্যের আলোয় আলোকিত ভবিষ্যতের দিকনির্দেশনা। আশা করা যায়, ছাত্রফ্রন্ট ও যুব ফ্রন্টের এই ঐক্যবদ্ধ প্রয়াস আগামী দিনে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলবে।