শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১২:০৬

নরসিংদী সদরের দিলারপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দু:স্থকে ভ্যানগাড়ী প্রদান

47Shares

ফারুক হোসেন (নরসিংদী থেকে ফিরে) : নরসিংদী জেলা সদরের ঐতিহ্যবাহী সংগঠন দিলারপুর সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে এলাকার দু:স্থ বাবুলকে স্বাবলম্বী হওয়ার লক্ষে সম্প্রতি একটি ভ্যানগাড়ী উপহার দেয়া হয়। হতদরিদ্র বাবুল আবেগ আপ্লুত হয়ে সংগঠনের সকলের সমৃদ্ধি কামনা করে আল্লাহর কাছে দোয়া  প্রার্থনা করেছেন।

ভ্যানগাড়ী প্রদান প্রসঙ্গে জানতে চাইলে দিলারপুর সমাজকল্যাণ পরিষদ সংশ্লিষ্টরা এ প্রতিবেদককে জানান,  দিলারপুর সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা একজন অসহায় ও কর্মঠ গরীব ব্যক্তিকে একটি ভ্যানগাড়ি উপহার প্রদান করেছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তার জীবিকার পথ সুগম করবে বলে আমরা বিশ্বাস করি। মানবতার পাশে আমরা সবসময়।

উল্লেখ্য, আব্বাস আলী সরকার, আরমান পাঠান, নুরে আলম সরকার,ফারুক সরকার,সাদ্দাম হোসেন,বাছেদ পানাই,নাসির প্রধান,ফুলমিয়া সরকার, আবু হানিফ জনি পানাই,শাকিল অাহমেদ নীলয়,রাব্বি সরকার,রবিউল ভূইয়া,সিয়াম ভূইয়া,ফারহান রাসেল প্রমূখদের তৎপরতায়  বিগত ঈদুল আজহা উপলক্ষে কয়েক ডজন পরিবারের মাঝে কোরবানীর গোস্ত বিতরণ করে সংগঠনটি সকলের প্রশংসা কুড়িয়েছিল।

47Shares

শেয়ার করুন