
বেঞ্জামিন রফিক: উত্তর আমেরিকার লসএঞ্জেলেস প্রবাসী কৃতি বাংলাদেশী এহতেশামুল হক স্বপরিবারে মাতৃভূমিতে ফিরে সকল আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীদের নিয়ে শনিবার(১২ জুলাই) স্থানীয় নুর কমিউনিটি সেন্টারে এক পুর্নমিলনীর আয়োজন করেন।
এহতেশামুল হক-শাহানারা হক দম্পতির উদ্যোগে আয়োজিত উৎসব মুখর পরিবেশে এ গেট-টুগেদার অনুষ্ঠানে আত্মীয়স্বজন বন্ধু-বান্ধবসহ অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসেম , আধ্যাত্মিক সাধক, আলহাজ্ব দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান সাইদাবাদী হুজুর ,ঢাকা মহানগর দক্ষিণ ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব বাদল সরদার ,বিএনপি নেতা জামশেদ আলম শ্যামল , ৪৮নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব জাহাঙ্গীর আলম ,যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সাদ্দাম প্রমূখ।মধ্যাহ্নভোজের পাশাপাশি দিনভর আগত শিল্পীদের সঙ্গীতের মূর্ছনায় গোটা কমিউনিটি সেন্টার এক আনন্দমেলায় পরিণত হয়েছিল।গোটা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল জাতীয় সাপ্তাহিক তথ্যবাণী।
অনুভূতি জানতে চাইলে সদাহাস্যমুখে এহতেশামুল হক-শাহানারা হক দম্পতি জানান, দীর্ঘদিন পর দেশের ফেরার অনুভূতিটা ভাষায় প্রকাশের নয়। আত্মীয়-স্বজনসহ সবাইকে এক স্থানে দেখার বাসনা পূর্ণ হওয়ায় আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করছি। অবশ্য অনির্বার্য্য কারণে অনেকেই হয়তো আসতে পারেনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমরা।
উল্লেখ্য লসএঞ্জেলেস প্রবাসী কৃতি বাংলাদেশী এহতেশামুল হক বাংলাদেশের বিভিন্ন গুণী শিল্পীদের এনে সংবর্ধনা, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ নানান দিবসে অনুষ্ঠানের আয়োজন করেন।সংস্কৃতিমনা বাংলাদেশ কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় এহতেশামুল হক-শাহানারা হক দম্পতির নিজ দেশের প্রতি ভালবাসার কোন কমতি নেই।
প্রসঙ্গত: উল্লেখ করা যেতে পারে দীর্ঘদিন পর বাংলাদেশে আগমনের শুরুতেই এহতেশামুল হক-শাহানারা হক দম্পতি তাদের দুইপুত্র ইশমম হক(ইশমম) এবং ইশফাকুল হক (পার্থিব)সহ ফ্রান্স, সুইজারল্যান্ড, যু্ক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ শেষে দেশে ফেরেন।