
ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ নদী পরিবেশ রক্ষা অধিকার সোসাইটির কেন্দ্রীয় আংশিক কমিটিতে বিলকিস সুলতানাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মো: জহিরুল হক চৌধুরীকে মহাসচিব করে বিভিন্ন পদে ১৭ জনকে মনোনীত করা হয়েছে।
সম্প্রতি অনাড়ম্বর এক অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো:রবিউল ইসলাম (রবি) মনোনীতেদের নাম ঘোষণা করেন।
কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে মনোনীতরা হলেন- বিলকিস সুলতানা সিনিয়র ভাইস চেয়ারম্যান,সাঈদ হাসান-ভাইস চেয়ারম্যান, মো: জহিরুল হক চৌধুরী- মহাসচীব, নুরনবী ইসলাম-য্গ্মু মহাসচিব, সাগর আল-আমিন-যুগ্ম মহাসচিব,আবুল বাশার বাদল-সাংগঠনিক সচিব, শামিম আহমেদ শিক্ষা বিষয়ক সচিব, ডা: মো: ইমামুর রশিদ -স্বাস্থ্য বিষয়ক সচিব, জোবায়ের আহমেদ-সমাজ কল্যান বিষয়ক সচিব, মো: আমির হোসেন-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সচিব, সৌরভ হাসান চৌধুরী-প্রচার বিষয়ক সচিব, মো: শফিকুল ইসলাম আলম-যুব ও ক্রীড়া বিষয়ক সচিব, মো: সাফির উদ্দিন-সমন্বয়ক, মো: জাহাঙ্গীর আলম-সমন্বক, মো: রোকনুজ্জামান-সমন্বয়ক, মো: মোজাহিদুল ইসলাম-সমন্বয়ক, শ্রমিক আল-মামুন-সমন্বয়ক।
উল্লেখ্য বাংলাদেশ নদী পরিবেশ রক্ষা অধিকার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান মো: রবিউল ইসলাম রবি একজন বিশিষ্ট সফল ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক হিসেবে একাধারে ইংরেজী জাতীয় দৈনিক ডেইলি মর্নিং গ্লোরী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইট সার্ভিসেস ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান, ঢাকা মহানগর ক্ষুদ্্র ব্যবসায়ী সমিতির সভাপতি, অনলাইন পত্রিকা ৫২ ও ওয়ার্ল্ড নিউজ এর সাবেক সম্পাদক এবং কেন্দ্রীয় নেতা সমবায় কন্সোর্টিয়ামের সদস্যসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ন পদে থেকে দেশ জাতির সেবায় নিয়োজিত রয়েছেন।
সংগঠনটির চেয়ারম্যান মো: রবিউল ইসলাম (রবি) নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিগত দিনের অভিজ্ঞতার আলোকে উল্লেখিত পদে মনোনীত ব্যক্তিদের বিষয়টি নিশ্চিত করে বলেন- ঘোষণার দিন থেকে মনোনীত পদাধারী ব্যাক্তিগণ তাদের উপর অর্পিত দায়িত্ব পালন শুরু করে সংগঠনটিকে আরো গতিশীল ও বেগবান করে রাষ্ট্র, দেশ-জাতির কল্যাণে নদী ও পরিবেশ রক্ষা ও উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবেন।