
মিজানুর রহমান,  কুড়িগ্রাম প্রতিনিধি:১৭-০৬-২০২৫ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকায় পিতা কর্তৃক কন্যার ধর্ষণের অভিযোগে এলাকাবাসী ফুঁসে উঠেছে। আজ মঙ্গলবার দুপরে প্রায় ৫ শতাধিক এলাকাবাসীর আয়োজনে কান্তার মোড়ে  ধর্ষণের বিচারের দাবিতে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। কালীগঞ্জ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আবুুল কাসেমের নিজ মেয়েকে ১২ জুন গত বৃহস্পতিবার ভোর রাত ৫ ঘটিকায় জোর পূর্বক ধর্ষণ করে।  ধর্ষণের সময় তাঁর মেয়ে বাঁধা দিয়ে বলেন তোমার ইচ্ছা হলে আরেকটি বিয়ে করতে পারেন,তবুও আমার সাথে এরকম কাজ করো না। এছাড়া মেয়েটি আরো বলেন ধর্ষণের বিষয়ে আমার মা নিষেধ করলে তাঁকে (মাকে) মারপিট করত। এলাকাবাসী  জানায়  এই ৬০ বছর বয়সের আবুল কাসেম ৪ টি বিবাহ করলেও তবু তাঁর লালসার স্বীকার  নিজ মেয়ে।  পরে আবুল কাসেমের মেয়ে ধর্ষণের দিন ১২ জুন এলাকাবাসীকে অবগত করে। ঘটনাটি এলাকাবাসীর জানাজানি হলে ধর্ষক আবুল কাসেম অএ ইউনিয়নের চেয়ারম্যানের  শরণাপন্ন হয়।  এমতাবস্থায় চেয়ারম্যান বিচারের কথা বলে টালবাহনা করে। বর্তমানে ধর্ষক পিতা আবুল কাসেম পলাতক রয়েছে। এবিষয়ে স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম বলেন এই কুখ্যাত আবুল কাসেমের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।  স্থায়ী বাসিন্দা বেলাল ব্যাপারী বলেন আবুল কাসেম ওরফে খাঁড়া কাসেমের মতো ঘৃণার কাজ ভবিষ্যতে কেউ যাতে  না করতে পারে এজন্য প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করছি। কচাঁকাটা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম ঘটনাটির সত্যাতা নিশ্চিত করে জানান মামলা প্রস্তুতি চলছে।  আসামিকে দ্রুত গ্রেফতার করব।
				
															
															
				




