14Shares

কাজী শহীদ,গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড, হারিনাল বাজার রোডস্থ বরদার ঢালে সোমবার (২৬ মে) সকালে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি অনুষ্ঠিত হয়।
এই সেবামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা মোসাঃ মুসফিকা হাসনীন চৌধুরী (উপসচিব)।
তাঁর উপস্থিতিতে আজকের ট্রাকসেল কার্যক্রমটি উদ্বোধন এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়। টিসিবির এই মানবিক উদ্যোগ সাধারণ জনগণের জন্য অত্যন্ত সহায়ক এবং সরকারের পক্ষ থেকে একটি প্রশংসনীয় পদক্ষেপ।
উল্লেখ্য, টিসিবি’র প্যাকেজ মূল্য: – ভোজ্য তেল (২ লিটার): ২৭০ টাকা – মসুর ডাল (২ কেজি): ১৬০ টাকা – চিনি (১ কেজি): ৮৫ টাকা মোট: ৫১৫ টাকা।
14Shares