শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৬:৫৩

শেখ হাসিনা ও দোসরদের বিচার দাবি করলেন -মঞ্জুরুল ইসলাম 

0Shares

আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার, নাটোর : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা যে নজিরবিহীন গণহত্যা চালিয়েছে, তার দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের। তিনি বলেন, “ক্ষমতা আঁকড়ে ধরতে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে হত্যা ও নিপীড়নের পথ বেছে নেওয়া হয়েছে। শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। তবেই শহীদদের আত্মত্যাগের সম্মান রক্ষা পাবে।” শনিবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে জেলা ছাত্রশিবিরের আয়োজনে দুইদিন ব্যাপী সাথী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আফতাব আলী। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদুল ইসলাম, আসাদুজ্জামান ভূঁইয়া, ইবরাহিম হোসেন রনি, মুস্তাকুর রহমান জাহিদ, হাফেজ গোলাম রাব্বানীসহ জামায়াতের রাজশাহী মহানগরী ও জেলা পর্যায়ের নেতারা। বক্তারা বর্তমান সরকারের “গণবিরোধী” কার্যক্রমের কঠোর সমালোচনা করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

0Shares

শেয়ার করুন