শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:৫২

কমলনগরে সিঁধ কেটে ঘরে ঢুকে নারীর মুখ বেধে দূধর্ষ চুরি

0Shares

কমলনগরে বিশেষ কায়দায় বসতঘরে সিঁধ কেটে  দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ওড়না দিয়ে গৃহবধূর মুখ বেধে শিশু সন্তানকে জবাই করার ভয় দেখিয়ে মালামাল ও স্বর্ণালংকার লুটে নেয় চোরেরা। 

সোমবার (২০ এপ্রিল) রাতে আনুমানিক ২টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৬ নম্বর  ওয়ার্ড এলাকার শাহজাহান মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ  জানান, তার স্বামী মিজানুর রহমান মুন্সী পেশায় রিকশাচালক। বর্তমানে চৌমুহনী এলাকায় থেকে রিকশা চালান। স্বামী বাড়িতে না থাকায় সাত বছর বয়সী এক নাতিকে নিয়ে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত আনুমানিক দুইটার দিকে হঠাত  চারজন পুরুষ তার ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে কিছু বুঝে ওঠার আগেই তার মুখ বেঁধে পেলেন।  এসময় সাথে থাকা নাতির (শিশু) গলায় ধারালো ছুরি ধরে ঘরে থাকা স্বর্ণালংকার দিতে বলেন।  প্রায় দেড়ঘন্টা পুরো ঘর তল্লাশির পর পুরো ঘরের আসবাবপত্র তছনছ করে কিছু  নগদ টাকা, দুই জোড়া কানের পাশা নিয়ে চলে যান চোরেরা।

চলে যাওয়ার সময় মুখের বাঁধন খুলে দিয়ে চিৎকার করলে শিশুটিকে জবাই করার ভয় দেখিয়ে সটকে পড়েন তারা। চোরেরা চলে যাওয়ার পর চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন বলে জানান গৃহবধূ।
খবর পেয়ে সরেজমিন গিয়ে গৃহবধূর বসতঘরে দুই স্থানে সিঁধকাটা অবস্থায় দেখা যায়।  ঘরের তিনটি রুমের সমস্ত  মালামাল তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া অসংখ্য প্রতিবেশীরা ছুটে এসে গৃহবধূকে শান্তনা দিতেও দেখা যায়।

স্থানীয় পশ্চিম লরেন্স বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. শাহজাহান বলেন, বিগত ২০ বছরের মধ্যে তাদের এলাকায় কখনো এ ধরনের দূধর্ষ ঘটনা ঘটেনি। তাছাড়া মিজানুর রহমান খুবই অসহায়।  রিকশাচালিয়ে কোনোভাবে সংসার চলে তার। এমন অসহায় গরীব পরিবারটায় এমন ধরনের ঘটনা ঘটা খুবই দু:খজনক বলে জানান তিনি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।

0Shares

শেয়ার করুন