
লক্ষ্মীপুর-কমলনগর আঞ্চলিক সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতিসম্পন্ন ট্রাক চাপায় এনজিও (ব্রাক) কর্মী ফয়ছল হোসেন (২৯) ঘটনাস্থলে নিহত হয়েছে। সে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের জকসীন এলাকার বাসিন্দা। তার একটি শিশু কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর -কমলনগর সীমান্তবর্তী মিয়ার বেড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
ব্রাক কমলনগর করাইতলা শাখার ক্রেডিট অফিসার ও তার সহকর্মী রতন মধু জানান, ফয়ছল মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর থেকে নিজ কর্ম এলাকা কমলনগরের ফজুমিয়ারহাট আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বেপরোয়া গতিতে আসা ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর ( ঢাকা মেট্টো-ট -১২৩২০৬) ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুন্নাফ মিয়ার বেড়ী নামক স্থানের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।